ফেনীতে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি–কাশির রোগী। আশংকাজনক হারে ডেঙ্গু রোগী শনাক্ত বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে।
স্বাস্থ্য বিভাগ জানায়, ডেঙ্গু সংক্রমণ রোধে ফেনী জেনারেল হাসপাতালের নতুন ভবনে পাঁচ তলায় ২৪ শয্যার একটি ডেঙ্গু ইউনিট স্থাপন করা হয়েছে। সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। প্রকোপ বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। ফেনীতে গত জুলাই মাসে ৩৭৩ জন সনাক্ত হয়েছে আর চলতি মাসের গত ৬ দিনে ২১৮ জন ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। একদিনে সর্বোচ্চ সনাক্ত করা হয়েছে ৩৫ জন।
স্বাস্থ্য বিভাগ আরো জানায়, জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন। এদের মধ্যে ফেনী সদর হাসপাতালে ১৯ জন, দাগনভূঞায় ৬ জন, ছাগলনাইয়ায় ৭ জন, সোনাগাজীতে ৩ জন ও পরশুরামে ১জন।
কর্তব্যরত নার্স জানান, আক্রান্তদের অনেকেই ঢাকা–চট্টগ্রাম বা জেলার বাহির থেকে সংক্রমিত হয়ে এসেছেন। তবে এখন পর্যন্ত আক্রান্ত বাড়লেও কারও মৃত্যু হয়নি।
২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল জানান, জাতীয় নির্দেশনা অনুসারে হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি আছে। এদের মধ্যে শিশু ৫ জন, নারী ৪ জন, ১০ জন পুরুষ।
শায়লা/ দীপ্ত নিউজ