যাত্রাটা অবশেষে থামল আর্জেন্টিনার। টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরে। এতে করে ব্রাজিলের পর আর্জেন্টিনাকেও সমান ব্যবধানে তিক্ত স্বাদ দিল উরুগুয়ে। আর ২–১ গোলে কলম্বিয়ার কাছে হেরেছে ব্রাজিল।
অবশ্য শুরুতেই গোল পেয়ে সঠিক পথেই ছিল ব্রাজিল। কিন্তু ৪ মিনিটের ঝড়ে দুই গোল হজম করে শেষ পর্যন্ত টানা দ্বিতীয় হারই সঙ্গী হয়েছে নেইমারবিহীন ব্রাজিলের।
অপরদিকে, বাংলাদেশ সময় শুক্রবার (১৭ নভেম্বর) লা বোম্বনেরা স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশনে এগিয়ে আর্জেন্টিনা খেলা শুরু করলেও কাজের কাজটি করতে পারেননি তারা। ম্যাচে কোনো গোলই করতে পারেনি স্বাগতিকেরা। বিরতিতে যাওয়ার আগে একটি সুযোগ পেয়ে দুর্দান্ত কাজে লাগিয়েছেন উরুগুয়ের ডিফেন্ডার রোনালদ আরাউহো।
বিরতির পর গোল শোধ দেওয়ার বিপরীতে উল্টো আরেকটি গোল হজম করে আর্জেন্টিনা। ডারউইন নুনেজের গোলের পর ম্যাচেরও সমাপ্তি হয়। ৮৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার।
এদিকে ২–১ গোলে কলম্বিয়ার কাছে হেরেছে ব্রাজিল। যদিও ম্যাচের ৪ মিনিটের সময় দলকে এগিয়ে নেন ব্রাজিলের মার্টিনেলি। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোলটি করেই আর্সেনালের ফরোয়ার্ড। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১–০ ব্যবধানে বিরতিতে যায় ব্রাজিল। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত একই ব্যবধান ধরে রেখেছিল সেলেসাওরা। শেষ ১৬ মিনিট পার করে দিতে পারলেই জয় ফিরত তারা।
কিন্তু তা আর হলো না ব্রাজিলের। ৪ মিনিটের এক ধাক্কায় শেষে হারই দেখল তারা। ধাক্কাটা দিয়েছেন জোড়া গোল করা কলম্বিয়ার স্ট্রাইকার লুইস দিয়াজ। প্রথমে দলকে সমতায় ফেরান ৭৫ মিনিটে। সতীর্থ ক্রিস্টিয়ান বোর্জার ক্রস থেকে হেডে। এরপর ৭৯ মিনিটে দলকে জয়ের উপলক্ষ এনে দেন তিনি। এবারের গোলটিও হেডে করেন দিয়াস। পার্থক্য শুধু সহায়তাকারী এবার ভিন্ন। জেমস রদ্রিগেজের বাড়ানো ক্রসে দলকে জয় এনে দেন লিভারপুল স্ট্রাইকার।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ