আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের বিতর্কিত রেফারিকে, বিশ্বকাপের ম্যাচ পরিচালনা থেকে অব্যাহতি দিয়েছে ফিফা। পাশাপাশি সেমিফাইনালের জন্য পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন রেফারিকে নিয়োগ দিয়েছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ঘিরে এখনো চলছে নানা আলোচনা-সমালোচনা। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ১৯টি হলুদ কার্ড দেখা গেছে ওই ম্যাচে। ম্যাচের পর এ নিয়ে কঠোর সমালোচনা করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। লাহোজের রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন ফুটবল সংশ্লিষ্ট অনেকেই। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন থেকেও আনুষ্ঠানিক অভিযোগ করা হয়। এরপরই নড়েচড়ে বসে ফিফা। সেই ম্যাচে দায়িত্ব পালন করা স্প্যানিশ রেফারি ম্যাতেও লাহোজকে অব্যাহতি দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
সমালোচনা এড়াতে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার মধ্যকার ১ম সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে ইতালিয়ান রেফারি দানিয়েল ওরসাতোকে। ভালো রেফারি হিসেবে বেশ সুনাম রয়েছে তার। ফাইনালেও সম্ভাব্য রেফারির তালিকায় তার নাম রয়েছে। ক্যারিয়ারে ৩ বার ক্রোয়েশিয়ার ম্যাচে রেফারি ছিলেন তিনি। আর এই বিশ্বকাপে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ পরিচালনার দায়িত্বও ছিল তাঁর কাধে।
এদিকে, বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচে আর্জেন্টাইনদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তদন্ত করছে ফিফা। অভিযোগ প্রমাণিত হলে, দুই ফেডারেশনকেই ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক কোরে জরিমানা গুনতে হবে।