আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দেশের হয়ে প্রায় সব আন্তর্জাতিক ট্রফিই জিতেছেন ফুটবলের এই মহাতারকা। ইতিমধ্যে বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে সময়ের সেরা এই কিংবদন্তির।
বাংলাদেশ সময় আগামী ৫ সেপ্টেম্বর ভোরে আর্জেন্টিনার ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে মেসির আর্জেন্টিনা। ধরা হচ্ছে এটিই হবে আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ।
মেসি নিজেও বিষয়টি নিয়ে আবেগ প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে মেসি বলেন, “এটি আমার জন্য একটি বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। কারণ এরপর আর্জেন্টিনায় প্রীতি ম্যাচ হবে কিনা জানি না। তবে আমার পরিবার সবাই মাঠে উপস্থিত থাকবে। স্ত্রী, সন্তান, বাবা–মা, ভাইবোন, এমনকি শ্বশুরবাড়ির আত্মীয়রা সবাই একসঙ্গে এ মুহূর্তটি উপভোগ করবে।”
ইতোমধ্যে বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। সব ঠিক থাকলে ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলবেন মেসি। ভেনিজুয়েলা ম্যাচের পর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে দলটি।
বাছাই পর্বের ম্যাচ গুলোর জন্য ইতোমধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। যেখানে অভিজ্ঞদের পাশাপাশি রাখা হয়েছে বেশ কিছু নতুন মুখ।