মেসির স্ত্রীর পারিবারিক দোকানে গুলি চালানোর পর আর্জেন্টাইন মহাতারকাকে হুমকি দিয়ে রেখেছে হামলাকারীরা। দোকানে হামলার পর থেকেই চলছে আলাপ-আলোচনা। যে দোকানে হামলা হয়েছে, তা মেসির বাড়ি থেকে খুব কাছে। এই হামলার পর জন্মভূমিতে ভবিষ্যতে মেসি ফিরবেন কি না, তা নিয়ে শঙ্কা কাজ করছে।
মেসির সাবেক সতীর্থ গ্যাব্রিয়েল হেইঞ্জ মনে করেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি আর্জেন্টিনায় নাও ফিরতে পারেন।
বর্তমানে নিউওয়েল’স ওল্ড বয়েজ রোজারিওর কোচ গ্যাব্রিয়েল হেইঞ্জ। ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত মেসির সঙ্গে ভাগাভাগি করেছিলেন ড্রেসিংরুম। মেসির পরিবারের উপর হামলা এবং চিরকুটের হুমকি দেয়ার ঘটনায় ক্ষুব্ধ সাবেক আলবিসেলেস্তে তারকা। বলেছেন, ‘লিও আর্জেন্টিনায় ফিরতে চায়। কিন্তু একদল মাদক পাচারকারীর হুমকি রোজারিও তারকাকে ভাবতে বাধ্য করবে। এটাই স্বাভাবিক।’
বুধবার স্থানীয় সময় দিবাগত রাত ২টার দিকে আর্জেন্টিনার রোজারিও শহরে গুলি চালানোর ওই ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে দুজন লোক মোটরসাইকেলে করে সেই দোকানের সামনে আসেন। পরে তাদের একজন নিচে নেমে এলোপাতাড়ি গুলি চালান। তবে দোকানের দরজা বন্ধ থাকলেও সেটি ভেদ করে ভেতরের গ্লাসও ভেঙে যায়।
দরজায় ১৪টি গুলি চালায় বন্দুকধারীরা। হামলাকারীরা কার্ডবোর্ডের একটি চিরকুটে মেসির উদ্দেশ্যে হুমকিবার্তাও রেখে গেছেন। সেখানে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। জাভকিন একজন মাদক ব্যবসায়ী। সে তোমার দেখাশোনা করবে না।’
আল/দীপ্ত