বুধবার, অক্টোবর ৮, ২০২৫
বুধবার, অক্টোবর ৮, ২০২৫

আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল: তামিম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিসিবি নির্বাচনকে ‘সমঝোতা’ এবং ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচন পরবর্তী ক্লাবগুলোর প্রতিবাদী সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

বুধবার (৮ অক্টোবর) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল। কিছু অলিখিত নিয়ম থাকে। আমি ওসব অলিখিত নিয়ম ভাঙতে চেয়েছি। সমঝোতায় একমত ছিলাম না বলেই তো বের হয়ে এসেছি।” তিনি আরও যোগ করেন, “আমরা প্রথম দিন থেকেই একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম, দুর্ভাগ্যবশত যেটা হয়নি।’

নির্বাচনের দিন তামিম ফেসবুক পোস্ট দিয়ে স্পষ্ট করেন, তিনি ভোট দেননি, ‘খুবই হাস্যকর জিনিস দেখলাম ইলেকশনে। ৪২টির মতো ভোট কাস্টিং হয়েছে, যার ৩৪টি ইভোটে। ইভোটিং কেন হয়? হয় আপনি এভেইলেবল না, সেন্টারে যেতে পারবেন না। ৩৪টি ইভোট, ৩৪ জনই ওইদিন সেন্টারে ছিলেন। ১২ জন যারা নির্বাচিত হয়েছেন সবাই ইভোট দিয়েছেন। এটার মোটিভ কী? ভোটিং করে সারাদিন সেন্টারেই আছেন। তাহলে ইভোটিংয়ের দরকার কী? ‘ডিজিটাল বাংলাদেশ’ না ‘একসাথে মিলে বাংলাদেশ’ সেটা অন্য প্রশ্ন…।

তামিম আরও বলেন, ‘যেটা বললাম, কিছু অলিখিত নিয়ম থাকে। আমি ওসব অলিখিত নিয়ম ভাঙতে চাই। সমঝোতায় একমত ছিলাম না বলেই তো বের হয়ে এসেছি। কিছু জিনিস আমাদের তরফ থেকে, অতটুকুই থাকুক। এগুলো নিয়ে পাবলিকলি ডিসকাস করা ঠিক না। প্রথম দিন থেকে আমরা চেয়েছি ফেয়ার ইলেকশন, দুর্ভাগ্যবশত যেটা হয়নি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More