আর্জেন্টিনার রোজারিওতে লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জোর দোকানে হামলাকারীদের গোলাগুলি ও হুমকির ঘটনার পর এই প্রথম মুখ খুলেছেন মেসির মা সেলিয়া মারিয়া কুকসিতিনি। নিজের শহরে হওয়া এমন ঘটনার পর অন্য সাধারণ সময়ের মতোই চলাফেরার কথা জানিয়েছেন মেসির মা।
দেশটির সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিওর প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। সংবাদকর্মী মাইতে পেনোনারির সঙ্গে কথা বলেছেন মেসির মা সেলিয়া।
ওই ঘটনার পর মেসির পরিবারের পক্ষ থেকে কাউকে কথা বলতে দেখা না গেলেও এবার সেই প্রসঙ্গে মেসির মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তার বরাত দিয়ে সংবাদকর্মী পেনোরারি জানান, ‘আমার সঙ্গে মেসির মায়ের কথা হয়েছে। তিনি বলছেন, ওই সুপারমার্কেটটি ছিল রোকুজ্জোর পরিবারের। কিন্তু যাইহোক, আমরা তো বন্দী জীবন কাটাতে পারব না তাই স্বাভাবিকভাবেই চলাফেরা করছি।’
এর আগে বুধবার দিবাগত রাত ২টার (স্থানীয় সময়) রোজারিওতে রোকুজ্জোদের দোকানে এলোপাতাড়ি ১৪টি গুলি চালায় অজ্ঞাত দুই হামলাকারী। সেসময় দোকানের দরজা বন্ধ থাকলেও সেটি ভেদ করে ভেতরের গ্লাসও ভেঙে যায়। পরে হামলাকারীরা ঘটনাস্থলে মেসিকে হুমকি দিয়ে লেখা একটি চিঠি ফেলে যান।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সেদিন মোটরসাইকেলে করে দুজন ঘটনাস্থলে আসেন। পরে তাদের একজন নেমে নির্বিচারে গুলি ছুঁড়তে থাকেন।
হামলার ঘটনার পর থেকে ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে। এমনকি এরপর সেখানকার দোকানপাটও বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
এমি/দীপ্ত