বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫

আমরা ইন্টারনেট বন্ধ করিনি: তালেবান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে তালেবান সরকার। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বলছে তালেবান। পুরোনো ফাইবার অপটিক ক্যাবল পরিবর্তনের কাজ চলায় সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের।

বুধবার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, তিনদিন ধরে দেশজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগে বিঘ্ন ঘটছে। ওই দিনই তালেবান এবিষয়ে প্রথমবার কথা বলেছে।

সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে তালেবান দাবি করেছে, দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করার খবর পুরোপুরি গুজব। এ ধরনের পদক্ষেপ নেয়া হয়নি। বরং, পুরোনো ফাইবার অপটিক ক্যাবল পরিবর্তনের কাজ চলায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

তবে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে কাবুলসহ বিভিন্ন প্রদেশে ইন্টারনেট সংযোগ ও টেলিফোন সেবা বন্ধ রয়েছে।

এদিকে, আলজাজিরার তথ্য অনুযায়ী, তালেবান প্রশাসন বর্তমান ব্ল্যাকআউটের কথা অস্বীকার করলেও এর আগে গত মাসে তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা অশ্লীলতা দমনের নামে কিছু প্রদেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন (ইউএনএএমএ) এক বিবৃতিতে তালেবানকে অবিলম্বে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের আহ্বান জানায়। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এই অবরোধ দেশের আর্থিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং ভয়াবহ মানবিক সংকটকে আরও তীব্র করছে।

জাতিসংঘের মতে, ইন্টারনেট বিচ্ছিন্নতায় ব্যাংকিং ও আর্থিক লেনদেন বন্ধ হয়ে গেছে, উড়োজাহাজ চলাচলে ব্যাঘাত ঘটছে এবং চিকিৎসা সেবা ও প্রবাসী আয়ে মারাত্মক প্রভাব পড়ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More