প্রথমবারের মতো ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। ‘ফুটবল ৭১‘ নামের সিনেমাটির গল্প তৈরি হয়েছে ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরে। প্রায় দেড় বছর গবেষণা করে নতুন এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
এ সিনেমা প্রসঙ্গে শুভ বলেন, ‘আমি অনম দাদার কাজের ভক্ত। উনার গল্পের কারণেই সিনেমাটিতে আমার চুক্তিবদ্ধ হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।’
তবে শুভ ছাড়া এতে আর কে কে রয়েছেন, তা এখনো গোপন রয়েছে। ফেব্রুয়ারিতে ‘ফুটবল ৭১‘র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে, গত ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত প্রথম সিনেমা ‘দামাল‘। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও শরিফুল রাজ মতো তারকারা। দারুণ আলোড়ন সৃষ্টি করলেও প্রেক্ষাগৃহে আশারুনুপ ব্যবসা করতে পারেনি ছবিটি।
উল্লেখ্য, ‘ফুটবল ৭১‘ ছাড়াও গত সপ্তাহে নাম ঠিক না হওয়া আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে আফসান আরা বিন্দুকে। এ ছাড়া মুক্তির প্রতিক্ষায় রয়েছে শুভর ‘ব্ল্যাক ওয়ার’ , ‘নূর’ ও ‘মুজিব’ সিনেমা।