আবারো কর্মী ছাঁটাই করল টেক জায়ান্ট মাইক্রোসফট। মঙ্গলবার (২৮ মার্চ) মাইক্রোসফটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
প্রযুক্তি জায়ান্টগুলোতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক যেন থামছেই না। ব্যয় কমাতে একের পর এক কর্মী ছাঁটাই করে চলেছে প্রতিষ্ঠানগুলো।
চলতি বছরের জানুয়ারিতে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশ। এরই ধারাবাহিকতায় আবারও কর্মী ছাঁটাই করল প্রতিষ্ঠানটি। এর আগে গত ২ বছরে একাধিকবার কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, মাইক্রোসফটের বেলভিউ ও রেডমন্ডের অফিস থেকে ৫৫৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ফলে মাইক্রোসফটে ছাঁটাই হওয়া মোট কর্মীর সংখ্যা এখন ২ হাজার ৭০০।
এ ছাড়া কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি নিজেদের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা ভাড়ায় দিচ্ছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস‘ ও ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, গত বছরের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট কর্মী ছিল ২ লাখ ২১ হাজার। এদের মধ্যে ১ লাখ ২২ হাজার জন যুক্তরাষ্ট্রে ও বাকি ৯৯ হাজার বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছে।
যূথী/ দীপ্ত সংবাদ