গ্রীষ্মকাল ও পবিত্র রমজান আসার আগেই দেশের বাজারে বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। নতুন এ দাম কার্যকর হবে মার্চের প্রথম সপ্তাহ থেকে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের বিদ্যুতের দাম বাড়ানোর এ এই তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
দাম কার্যকরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বোচ্চ ৭০ পয়সা এবং সর্বনিম্ন ৩৪ পয়সা কার্যকর হবে। দাম বাড়ানোর গেজেট আজই (মঙ্গলবার) জারি হতে পারে। সেখানেই বিস্তারিত থাকবে।
আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের ভর্তুকি গত বছর থেকে লাফিয়ে বাড়ছে। আমাদের লক্ষ্য হচ্ছে, আগামী ৩ বছরে আমরা বিদ্যুতের দাম সমন্বয় করব। আমরা অল্প অল্প করে দাম বাড়াচ্ছি। এ বছর বিদ্যুতে সরকারের ভর্তুকি গুণতে হবে প্রায় ৪৩ হাজার কোটি টাকা।
এ ছাড়া গ্যাসের দাম বাড়ছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের পাশাপাশি গ্যাসের দামও মার্চের প্রথম সপ্তাহ থেকে সমন্বয় করা হবে। তবে গ্যাসের দাম সমন্বয় হবে পাইকারি পর্যায়ে। এতে বাসা বাড়িতে কোনো প্রভাব পড়বে না।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নসরুল হামিদ বলেন, আগামী ১ মার্চ থেকে গড়ে ৭ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়বে।
এসএ/দীপ্ত সংবাদ