আবর্জনা থেকে সংগ্রহ করা পলিথিন দিয়ে টুপি ও মেয়েদের ব্যাগ তৈরি করছেন কেনিয়ার এক নাগরিক। তার উদ্দেশ্য- মাটি ও পরিবেশ রক্ষায়, অপচনশীল বস্তু পুনরায় ব্যবহার করা। এতে ভালো আয়ও হচ্ছে।
এসব টুপি তৈরি করেছেন কেনিয়ার রাজধানী নাইরোবির বস্তির বাসিন্দা- লুসি মাইনা। এগুলোর মূল উপাদান- ব্যবহার করা পলিথিন। ২০১৫ সাল থেকে পরিবেশ দূষণ রোধে, জনসচেতনতা বাড়াতে অপচনশীল আবর্জনা দিয়ে এসব পণ্য তৈরি শুরু করেন তিনি।
লুসি মেইনা বলেন “পণ্যটি তৈরি করতে আমি এই উপাদানটি ব্যবহার করি। এই জায়গাটি আবর্জনার পাহাড় হিসেবে সবার কাছে পরিচিত। এর কারণে স্থানীয়রা স্বাস্থ্য-সংক্রান্ত নানা জটিলতায় ভুগছে। এই আবর্জনা কমিয়ে সমস্যার কিছুটা সমাধানের চেষ্টা করছি”
টুপি ছাড়া, বিভিন্ন ধরনের ব্যাগও তৈরি করছেন তিনি। বাজারে এগুলোর চাহিদাও রয়েছে।
তিনি আরও জানান “আমি কিছু বেকার নারীকে কীভাবে ব্যাগ তৈরি করতে হয়, তা শিখিয়েছি। অর্থ উপার্জন করতে পেরে তারা এখন খুশি। নাইরোবির অনেকেই এই পণ্যের সাথে পরিচিত। মোম্বাসা, লামু, নয়েরি ও মুরাঙ্গা এলাকাতেও এসব পণ্য পাঠানো হয়।”
নাইরোবির এই আবর্জনার স্তূপ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে ২০০৭ সাথে সতর্ক করেছিল জাতিসংঘ।