রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

আফ্রিকার ব্যাটিং ঝড় থামানোর মিশনে মাঠে নামছে ভারত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপ ক্রিকেটে এখন দুই নির্ভার দলের নাম ভারত ও দক্ষিণ আফ্রিকা। অন্য সব দলের জন্য বিভিন্ন সমীকরণ রয়েছে কিন্তু এই দুই দল এমন সব চিন্তা থেকে মুক্ত।

রবিবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় ইডেন গার্ডেনসে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

সাত খেলা থেকে ১৪ পয়েন্ট নিয়ে ভারত এখন পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল স্বাগতিকরা। আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকারও সেমিফাইনাল নিশ্চিত। তবে তারা অপরাজিত নয়। একটা ম্যাচ হারায় সাত ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা।

আগে ব্যাট করলে অবশ্য ভিন্ন চেহারায় আবির্ভূত হয়েছে প্রোটিয়ারা। প্রত্যেকবারই প্রতিপক্ষকে তিন শতাধিক রানের টার্গেট দিয়েছে। এসব ম্যাচে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল যথাক্রমে ৪২৮, ৩১১, ৩৯৯, ৩৮২ আর ৩৫৭। প্রতি ম্যাচেই তারা কমপক্ষে ১০০ রানের ব্যবধানে জয় পেয়েছে।

বিপরীত পরিস্থিতি ভারতের। একটা লক্ষ্য সামনে রেখে তারা ভালোভাবেই ছুটছে। অর্থাৎ রান তাড়া করায় যথেষ্ঠ দক্ষতার পরিচয় দিয়ে চলেছে স্বাগতিক দল। ফলে আজকের ম্যাচে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ম্যাচে ভারতীয় দল অপরিবর্তিত থাকতে পারে। তবে প্রোটিয়া দলে একাধিক পরিবর্তন আসতে পারে। কেশব মহারাজ ও তাবরাইজ শামসিউভয়ই খেলতে পারেন বলে জানিয়েছেন দলটির অধিনায়ক টেম্বা বাভূমা। যদিও ভারতের বিপক্ষে শামসির অতীত রেকর্ড তেমন একটা সমৃদ্ধ নয় তারপরও তাকে বিবেচনায় রাখছে দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচের আগে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

ভারতের ব্যাটাররাও দারুণ ছন্দে। ফলে ব্যাটে বলে লড়াইটা জমে উঠতে পারে। সে সঙ্গে সম্ভাব্য ফাইনালের একটা রিহার্সেলও হয়ে যেতে পারে। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থায় এ দুই দলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More