২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও প্রতিপক্ষ সেই আফগানিস্তান। ম্যাচটিতে বাংলাদেশের ১২তম অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের। লিটনের অভিষেকের ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
বুধবার (১৪ জুন) সকাল ১০টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।
চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবাল। এই দুই অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। তবে তরুণদের ওপরে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
শুরু থেকে চার পেসার খেলানোর ওপরে জোর দেয়া হলেও শেষ পর্যন্ত তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের বাইরে স্পিনার হিসেবে নেয়া হয়েছে তাইজুল ইসলামকে।
এ দিকে আফগানিস্তানও তিন পেসার নিয়ে মাঠে নেমেছে। এছাড়া দলটিতে রয়েছে তিনজন অলরাউন্ডার। যেখানে বাংলাদেশের একমাত্র অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। আফগানদের বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন করিম জানাত, আমির হামজা এবং ব্যাটিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন রহমত শাহ।
বাংলাদেশ দল- জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান দল- ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই, আমির হামজা, জহির খান, নিজাতুল্লাহ মাসুদ ও ইয়ামিন আহমেদজাই।
আফ/দীপ্ত নিউজ