যাচাই বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের তৃতীয় দিনে আবেদন পড়েছে ১৫২টি।
এ নিয়ে তিন দিন মোট আবেদন করেছেন ৩৩৫ জন। আগামী শনিবার (৯ ডিসেম্বর) পর্যন্ত আপিল করতে পারবেন সংক্ষুব্ধ প্রার্থীরা।
দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া ৭৩১ জনের মধ্যে ৪২৩ জনই স্বতন্ত্র।
নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থন তালিকায় গড়মিলের কারণে বাদ পড়েছেন তাদের বেশিরভাগ। এছাড়া হলফনামায় অসত্য তথ্য দেওয়া, শিক্ষাগত যোগ্যতার সনদ না দেওয়া, লাভজনক পদে অধিষ্ঠিত থাকা, মামলার তথ্য গোপন করার কারণে বাদ পড়েছেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।
দলীয় প্রার্থী বাদ পড়েছেন তিন শতাধিক। তাদের বেশিরভাগের মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণ, বিল ও কর খেলাপির কারণে।
এসএ/দীপ্ত নিউজ