৩৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বেগম জিয়া‘র মৃত্যুর খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আল জাজিরা, বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, দ্য ডন, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এনডিটিভি ও দ্য টাইমস অব ইন্ডিয়া‘সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এই সংবাদ ‘ব্রেকিং নিউজ’ হিসেবে প্রচার করেছে।
বেশিরভাগ প্রতিবেদনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকে (বেগম খালেদা জিয়া) সম্মান জানিয়ে সংবাদ লেখা হয়েছে।
রয়টার্স
বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম– ‘৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া’।
খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ মঙ্গলবার তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই খবর জানিয়েছে।
আল জাজিরা
আল জাজিজা শিরোনাম– ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন’
খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার দল ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
বিবিসি
বিবিসি শিরোনাম– ‘৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া’। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর ৮০ বছর বয়সে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন।
এতে আরও বলা হয়েছে, ১৯৯১ সালে দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দ্য ডন
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন লিখেছে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি
ভারতীয় সংবাদমাধ্যম এনটিডিটিভি শিরোনাম– ‘৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়া’।
খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বয়স হয়েছিল ৮০ বছর।
সিএনএন
সিএনএন শিরোনাম– ‘খালেদা জিয়া, প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রী এবং হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী, ৮০ বছর বয়সে মারা গেছেন,’।
খালেদা জিয়া এবং শেখ হাসিনার প্রতিদ্বন্দিতাই বাংলাদেশের রাজনীতির মূল বিষয় ছিল একটি লম্বা সময় ধরে। সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে খালেদার অবস্থান, শেখ হাসিনার সাথে প্রতিদ্বন্দ্বিতা, এবং তার অসুস্থতার বিষয়গুলো উঠে এসেছে এই প্রতিবেদনে।
এএফপি
ফরাসি বার্তা সংস্থা এএফপি শিরোনাম– ‘‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে একটি কালের অবসান’’
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া; যিনি আগামী বছরের নির্বাচনের পর আরেকবার দেশকে নেতৃত্ব দেওয়ার আশা করেছিলেন, তিনি মঙ্গলবার ৮০ বছর বয়সে মারা গেছেন।
এছাড়াও মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান, জিও নিউজ, আমিরাতি দৈনিক গালফ নিউজসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে বেগম খালেদা জিয়া;র মৃত্যুর খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।
এসএ
এসএ