বিচারকের প্রতি অসম্মান দেখানো ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আইনজীবী মো. নুরুল হকের বিরুদ্ধে উচ্চ আদালত ও বার কাউন্সিল বরাবর অভিযোগ পাঠিয়েছেন বিচারক।
হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ সবুজ পাল উচ্চ আদালত ও বার কাউন্সিলে এ অভিযোগ দায়ের করেছেন।
সিনিয়র সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী শরীফ খন্দকার জানান, আইনজীবী মো. নূরুল হক আদালতের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন। এতে আদালত সংক্ষুব্ধ হয়ে সুপ্রিমকোর্ট এবং বার কাউন্সিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ দিয়েছেন।
আইনজীবী নুরুল হকের বিরেদ্ধে এর আগেও বিভিন্ন সময় আদালতে বিচারকের প্রতি অসম্মান ও উসকানিমূলক বক্তব্য দেবার অভিযোগ রয়েছে।
মামলার নথিপত্র থেকে জানা যায়, হবিগঞ্জে একটি মামলার বিচারকার্য চলাকালীন বাদীপক্ষের আইনজীবী নুরুল হক আদালত সাম্প্রদায়িক মনোভাব থেকে বিচারকার্য চালাচ্ছেন বলে উসকানিমূলক বক্তব্য দেন। এ ঘটনায় সংক্ষুব্ধ হন সিনিয়র সহকারী জজ সবুজ পাল। এতে আদালত অবমাননার অভিযোগে আইনজীবী নুরুল হকের বিরুদ্ধে কেন বাংলাদেশ বার কাউন্সিলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আদেশের কপি পাঠানো হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দেন। পরে ওই আইনজীবী সময় বাড়ানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। কিন্তু নির্ধারিত দিনে আদালতে হাজির হননি আইনজীবী নুরুল হক।
এমতাবস্থায় সম্প্রতি ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সুপ্রিমকোর্ট ও বার কাউন্সিল বরাবর অভিযোগ দিয়েছেন বিচারক।
এসএ/দীপ্ত নিউজ