বিজ্ঞাপন
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আতিফ আসলামের কনসার্ট ইস্যুতে সাইবার হামলার রহস্য উন্মোচন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আতিফ আসলামের কনসার্টকে কেন্দ্র করে জনসাধারণের তথ্য ফাঁসের রহস্য উন্মোচন করেছে সিআইডি। এ ঘটনায় সাইবার আক্রমণে জড়িত থাকার অভিযোগে আরিফ আরমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে ‘টিকেট টুমরো’ প্ল্যাটফর্ম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বলা হয়, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স ও রিস্ক টিম ‘টিকেট টুমরো’ প্ল্যাটফর্মে সাইবার আক্রমণে জড়িত থাকার অভিযোগে আরিফ আরমান (৩০) কে গ্রেপ্তার করেছে। এই পুরো ঘটনার সঙ্গে অ্যাডভেন্টর গ্লোবাল লিমিটেড এবং এর সিস্টার কনসার্ন টিকিফাই এর সম্পূর্ণ সম্পৃক্ততা পাওয়া গেছে। এই আক্রমণটি ২৩ অক্টোবর ঘটে, যার ফলে কনসার্টের টিকেট কেনা গ্রাহকদের সংবেদনশীল তথ্য; যেমননাম, ঠিকানা, ইমেইল এবং ফোন নম্বর ফাঁস হয়।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, অপরাধীদের উদ্দেশ্য ছিল আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টকে কেন্দ্র করে ট্রিপল টাইম কমিউনিকেশন এবং টিকেট টুমরোর সুনাম ক্ষুণ্ণ করা।

গ্রেফতার আরিফ আরমান ইতোমধ্যে জবানবন্দিতে পুরো বিষয়টি বর্ণনা করেছেন এবং অ্যাডভেন্টর গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হক জনিকে তার শ্যালক হিসেবে নিশ্চিত করেছেন। এছাড়া, টিকিফাই এর সিটিও আবদুল্লাহ আল মামুন তাদের কর্মকাণ্ড ট্রিপল টাইমকে করা এক ফোনালাপে স্বীকার করেছেন। বর্তমানে উভয়ই সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে এবং তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে এই আক্রমণের পরিকল্পনা করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যার উদ্দেশ্য ছিল কনসার্টের সফলতা বাধাগ্রস্ত করা।

সিআইডি জানায়, তথ্য ফাঁসের জন্য তারা ‘ফার্দীন আলম সিএসই’ নামক একটি ফেইক অ্যাকাউন্ট ব্যবহার করে। সিআইডি সন্দেহ করছে, অ্যাডভেন্টর গ্লোবাল লিমিটেড ও টিকিফাই এর অন্যান্য অংশীদার এবং কর্মচারীরাও এই ঘটনায় জড়িত থাকতে পারে।

সিআইডি আরও জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং অভিযুক্ত সকলকে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More