আজ ২৫ জানুয়ারি। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুইশোতম জন্মদিন। এ উপলক্ষ্যে কবির জন্মভিটা যশোরের সাগরদাড়িতে চলছে নয় দিনের মধু মেলা। জেলা প্রশাসন আয়োজিত এ মেলায় দূর–দূরান্ত থেকে আসছেন অনেকে।
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা মাইকেল মধুসূদন দত্ত। ১৮২৪ সালের এই দিনে জন্ম নেন যশোরের কেশবপুরের সাগরদাড়িতে। প্রতিবছর কবির জন্মবার্ষিকীতে মুখর হয়ে উঠে তার জন্ম ভিটা সাগরদাড়ি।
এবার কবির দুইশোতম জন্মদিনে কপোতাক্ষ তীরে চলছে নয়দিনের মধু মেলা। প্রতিদিন দূর–দূরন্ত থেকে মেলায় ভিড় করছেন অনেকে।
এবারের মেলায় ১৫১টি স্টল ছাড়াও মধুভক্তদের বিনোদনের জন্য রয়েছে সার্কাস, যাদু প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় আগতদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১৯ জানুয়ারি শুরু হওয়া মধু মেলা শেষ হবে ২৭ জানুয়ারি।
আল / দীপ্ত সংবাদ