৪ ডিসেম্বর আজ। ১৯৭১ সালের এদিন পাকিস্তানি হানাদার মুক্ত হয় গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের ধানুয়া কামালপুর, দিনাজপুরের ফুলবাড়ী ও কুমিল্লার দেবিদ্বার।
একাত্তরের ৪ ডিসেম্বর, পাকিস্তানি বাহিনীর দখল থেকে মুক্ত হয় গাইবান্ধার ফুলছড়ি উপজেলা। এ অঞ্চলের হানাদারদের ঘাঁটি দখলে নেন মুক্তিযোদ্ধারা। এক পর্যায়ে আত্মসমর্পণ করতে বাধ্য হন পাক সেনারা। তবে সাঘাটার গোবিন্দী এলাকায় সম্মুখযুদ্ধে শহীদ হন ৫ মুক্তিযোদ্ধা।
জামালপুরের ধানুয়া কামালপুরও মুক্ত হয় ৪ ডিসেম্বর। এর আগে, ১১ নভেম্বর পাকিস্তানি ঘাঁটিতে আক্রমণ শুরু করেন মুক্তিযোদ্ধারা। ২৩ দিন অবরুদ্ধ থাকার পর যৌথবাহিনীর কাছে আত্মসর্মপন করেন ১৬২ সেনা।
এইদিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উড়ানো হয় লাল সবুজের পতাকা। প্রাণপণ যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করেন মুক্তিযোদ্ধারা। ৪ ডিসেম্বর কুমিল্লার দেবিদ্বারে পাকিস্তানি বাহিনীর ওপর যৌথ আক্রমণ চালায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী। এদিনই মুক্ত হয় দেবিদ্বার।