আন্তর্জাতিক নারী দিবস আজ। নারী শ্রমিকদের বিভিন্ন আন্দোলনের পর নারীদের সম–অধিকার দিবস হিসেবে সমর্থন করা হয় এই দিনটিকে। বুধবার (৮ মার্চ) এ দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। দিবসটিতে কর্মক্ষেত্রে সফল নারীরা বলছেন, নারী নয়, মানুষ হিসাবে মূল্যায়ন চান তারা।
তাঁদের মতে, কিছু কিছু ক্ষেত্রে নারীরা এগিয়ে গেলেও তাঁদের নিয়ে দৃষ্টিভঙ্গি খুব বেশি বদলায়নি এখনও। পরিবারের আশপাশ থেকে খবু বেশি স্বাধীনতাও মেলেনি নারীদের।
রাজধানীর বারডেম হাসপাতালের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রধান এবং প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার মহুয়া। পঁচিশ বছরেরও বেশি সময় ধরে এ পেশায় আছেন তিনি।
আন্তর্জাতিক নারী দিবস নিয়ে তিনি বলেন, সারা বছরই নারীকে বোঝার দিন। নারীকে এগিয়ে নিতে কোনো একটা নির্দিষ্ট দিন বা ফরম্যাটে বাধা উচিত নয়। তাঁর মতে, এখনও নারীকে চাপিয়ে দেয়ার মানসিকতা দুর হয়নি পুরুষতান্ত্রিক সমাজে।
একটি মিডিয়া কনসালট্যান্ট প্রতিষ্ঠানের পরিচালক রাহাত সোহেল অনন্যা। তিনি বলেন, কাজ ও দক্ষতায় নারীকে মূল্যায়ন করা উচিৎ। সংসারের কাজ কেবলই নারীর, এমন ধারণা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে।
তিনি আরও বলেছেন, বৈষম্য দূরীকরণের কথা মুখে বললে হবে না, হৃদয়ে ধারণ করতে হবে আগে।
যূথী/দীপ্ত সংবাদ