২১৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও শেয়ার হচ্ছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে দীপ্ত নিউজের পক্ষ থেকে জামায়াতের মিডিয়া উইংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে, দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের জানান, ‘তথ্যটি সঠিক নয়।‘
তবে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের কারণে অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে আজহারীকে অভিনন্দন জানাচ্ছেন।