আজ দিবাগত রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে শুরু হবে পবিত্র মাহে রমজান।
মুসলমানরা এ মাস অনেক গুরত্ব দিয়ে পালন করে থাকে। রমজানে মুমিনরা পুরো মাস রোজা রাখেন। সব ধরনের গুনাহ ও অপরাধ থেকে দূরে থাকেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে তারাবিহ নামাজ শুরু হবে। আর শেষ রাতে সেহরি খেয়ে রমজান শুরু হবে শুক্রবার (২৪ মার্চ) থেকে। রমজানে সেহরি ও ইফতারের সময় জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বরাবরের মতো এবারও সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টা ৩৯ মিনিট পর্যন্ত সেহরি খাওয়া যাবে। ফজর নামাজের ওয়াক্ত শুরু হবে ৪টা ৪৫ মিনিটে। এটি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য।
যূথী/ দীপ্ত সংবাদ