মেষ (২১ মার্চ–২০ এপ্রিল):
কাজের চাপে মানসিক চাপ বাড়তে পারে। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। পরিবারের কারও সহায়তা কাজে আসবে।
বৃষ (২১ এপ্রিল–২০ মে):
আর্থিক বিষয়ে ভালো সময়। অতিরিক্ত ব্যয় কমানোর চেষ্টা করুন। নতুন কোনো কাজে হাত দিতে পারেন।
মিথুন (২১ মে–২০ জুন):
সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দিন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ মিলতে পারে।
কর্কট (২১ জুন–২২ জুলাই):
ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। স্বাস্থ্য ভালোর দিকে যাবে। কারও পরামর্শে উপকার পাবেন।
সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট):
পুরোনো কোনো সমস্যা সমাধানের ইঙ্গিত মিলবে। অর্থভাগ্য মোটামুটি। বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে।
কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর):
চাকরি বা ব্যবসায় নতুন উদ্যোগ ফল দিতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে।
তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর):
আর্থিক লাভের সম্ভাবনা আছে। সামাজিক যোগাযোগ বাড়বে। নেতিবাচক চিন্তা দূরে রাখুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর):
গোপন উদ্বেগ দূর হবে। গুরুত্বপূর্ণ কাজে অগ্রগতি মিলবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আনন্দ আসতে পারে।
ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর):
দূর থেকে সুখবর আসতে পারে। কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যয় নিয়ন্ত্রণ জরুরি।
মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি):
অপ্রত্যাশিত সুযোগ মিলতে পারে। সম্পর্কের টানাপোড়েন কমবে। দায়িত্বশীল আচরণ আপনাকে এগিয়ে দেবে।
কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি):
আজ সিদ্ধান্ত নেয়ার জন্য ভালো দিন নয়। অপেক্ষা করলে লাভবান হবেন। কাজে বাধা এলেও ফল আপনার পক্ষেই যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ):
সৃজনশীল কাজে সাফল্য মিলবে। ব্যক্তিগত জীবনে আনন্দ বাড়বে। অসমাপ্ত কাজগুলো গুছিয়ে নেয়ার সময়।