ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে চলছে টানা আন্দোলন। আদালতের রায় অনুযায়ী ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ভিত্তিতে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ থেকে ‘নগর ভবন ব্লকেড’ কর্মসূচি পালন করছেন ঢাকাবাসী।
পূর্ব ঘোষণা অনুসারে সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকা আসা নগরবাসী।
সোমবার (১৯ মে) বেলা ১১ টার কর্মসূচির আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।
পরে বঙ্গমার্কেট এলাকা ব্লকেড করে দেয় আন্দোলনকারীরা। একই সাথে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেয়া হয়।
কার্যত সকাল থেকেই অচলবস্থা বিরাজ করছে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশ পাশের এলাকা। আন্দোলনকারীরা বলছেন, আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেনকে মেয়র ঘোষাণা করে আদালত ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝে দিচ্ছেনা।
তবে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।
আল