সংস্কার শেষে আগামী মাসেই ঢাকা স্টেডিয়াম বুঝে পাচ্ছে বাফুফে। স্টেডিয়াম পরিদর্শন শেষে বুধবার (৯ এপ্রিল) দুপুরে একথা জানিয়েছেন বাফুফে সহ–সভাপতি ফাহাদ করিম।
মাঠ বুঝে পাওয়ার পরই নতুনভাবে গঠন করা হবে গ্রাউন্ডস কমিটি। অন্য যেকোনো বারের চেয়ে এবার দেখভালের বিষয়টিও আলাদা গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
দর্শকের আসনসারিতে রঙিন চেয়ার, উপরে দেয়া শেড। বসানো হয়েছে অত্যাধুনিক জায়ান্ট স্ক্রিন। তাতে নামের সঙ্গে সঙ্গে ঢাকা স্টেডিয়ামের চিত্রটাই পাল্টে গেছে। কিন্তু যেখানে বল দখলের লড়াই হবে, সেই মূল মাঠের অবস্থা এখনও সেরা বলা যাবে না।
২০২১ সালে ৯৮ কোটি টাকা বাজেটে শুরু হওয়া সংস্কার কাজ, শেষ হওয়ার কথা ছিলো ২০২২ সালের জুনে। পরে সময় বাড়ানোর পাশাপাশি বেড়ে যায় খরচের অঙ্ক। সবশেষ ৫৭ কোটি টাকা বাড়িয়ে মোট ১৫৫ কোটি টাকায় ২০২৪ সালের জুনে এবং পরে ডিসেম্বরে প্রকল্প শেষের সময় ধরা হয়। ক্যালেন্ডারের পাল্টে গেলেও এখনো শেষ হয়নি কাজ।
বুধবার বাফুফে কর্তারা স্টেডিয়াম পরিদর্শনে যান। গ্যালারি, স্পেনের মাদ্রিদ থেকে আনা ফ্ল্যাডলাইট নিয়ে সন্তুষ্ট হলেও, ফুটবল পিচটা নিয়ে এখানো স্বস্তিতে নেই তারা।
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের মিশনে বাংলাদেশ ফুটবল দল শিলংয়ে ভারতের সাথে ড্র করে ঝুলিতে পুরেছে এক পয়েন্ট। দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে খেলবে হামজা–তপু‘রা। এই ম্যাচটিকে ঘিরে বাড়তি আয়োজনে বাফুফে।
জুনের আগে স্টেডিয়ামের পুরো দায়িত্ব বুঝে পাবে কি না বাফুফে, সেটা এখনও বড় প্রশ্ন হয়ে রয়েছে।
আল