টাইগারদের রানপাহাড়ে তুলে ব্যক্তিগত এক মাইলফলকের দিকেই ছুটছিলেন মুশফিকুর রহিম। তবে আক্ষেপটা নয় রানের। এই ৯ রানের জন্য হাতছাড়া করলেন ডাবল সেঞ্চুরি। দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দিনে ১৯১ রান করলেন মুশফিকুর রহিম। যা তার টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক।
স্কোর বোর্ডে বাংলাদেশের রান ৩৮১। তখনই সালমানের বলে খোচা মেরে দুই রান তুলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির মালিক হন মুশফিকুর রহিম।
২০০ বল খেলে ১২টি চারের মারে, তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। পাকিস্তানের মাঠে লাল বলের ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার।
মুশফিক ছাড়িয়ে গেলেন ১০ সেঞ্চুরি করা তামিম ইকবালকে। টেস্টে দেশের সর্বোচ্চ ১২টি সেঞ্চুরি রয়েছে মুমিনুল হকের।
মুশফিক সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি। তবে ফিরেছেন ফেরার মতোই।
২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দশম সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডি টেস্টের আগে তার রান ছিল ৫ হাজার ৬৭৬। আর ওয়ানডেতে ৯ সেঞ্চুরিসহ রান ৭ হাজার ৭৯২।
আল/ দীপ্ত সংবাদ