বিজ্ঞাপন
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আওয়ামী লীগ কতটা দরকার ব্যাখ্যা করলেন ফারুকী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুলাইআগস্টে ছাত্রজনতার আন্দোলনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী শুরু থেকেই সক্রিয় ছিলেন। শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কলম তুলেছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের নানা অনিয়মের কথাও তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় মতামত ব্যক্ত করেছেন এই নির্মাতা।

ইদানীং একটি বিষয় বেশ চর্চিত ফেসবুক কিংবা চায়ের টং দোকানে। দেশের কোনো বিষয় পছন্দ না হলেই বলা হচ্ছে আগের সরকারই (আওয়ামী লীগ) ভালো ছিল। আ.লীগ ক্ষমতাচ্যুত হওয়ার ৩ মাস হতে চলেছে। রাজনীতির মাঠে সশরীরে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজের কথা উল্লেখ করে তাদের একটি পক্ষই চালাচ্ছে ‘আগেই ভালো ছিলাম’।

এবার এই ইস্যুতে আ.লীগের কড়া সমালোচনা করলেন মোস্তফা সরোয়ার ফারুকী। আ.লীগ ক্ষমতায় বা রাষ্ট্রে ফেরার কল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ফারুকী।

লেখার শুরুতে এ নির্মাতা বলেন, ‘অনেকে আশা করেছিলেন আওয়ামী লীগের উপলব্ধি হবে। তারা অনুশোচনায় ভুগবে, বিচার পর্ব পার হয়ে নতুন রাজনীতি নিয়ে আসবে মানুষের সামনে। আর ওদিকে আওয়ামী লীগ আশা করছে, বাংলাদেশের মানুষের উপলব্ধি হবে যে, তাদের আমাদের কতটা দরকার। তারা কল্পনায় দেখতে পাচ্ছে, আমরা তাদের মিস করছি। কি বিস্ময়কর! আসুন আমরা একটু কল্পনা করার চেষ্টা করি তাদের আমাদের কেন দরকার?’

আওয়ামী লীগকে কেন প্রয়োজন তা ব্যাখ্যা করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এই জুলাই হাজারের বেশি তরুণকিশোরছাত্রছাত্রীকে খুন করেছে। আরো কয়েক হাজার খুন করার জন্য তাদের দরকার? সরকারের শীর্ষ নেতৃত্বের সরাসরি পৃষ্ঠপোষকতায় নিজের ক্যাশিয়ার মারফত ব্যাংক লুট করে লক্ষ কোটি টাকা পাচার করেছে, যেটাকে দুনিয়ার সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি বলা হচ্ছে। আরো দশটা ব্যাংক লুটের জন্য দরকার? মেগা প্রজেক্টের নামে মেগা চুরির জন্য দরকার? কুইক রেন্টালের নামে কুইক ডাকাতির জন্য দরকার? অসম এবং অবিশ্বাস্য চুক্তির জন্য দরকার?’

এই দফায় দলের সব নেতাকে সমান প্রশ্রয় দেয়া যায় নাই। সামনের দিনে নিশ্চিত করা হবে জাভেদের মতো সবাই যেন বিদেশে কমসেকম ৩৬৫টা বাড়ি কিনতে পারে। কোনো বৈষম্য করা হবে না। এই জন্য দরকার? এক যুগের বেশি সময় ধরে শত শত মানুষ গুম করেছে। আরো কয়েক হাজার গুম করার জন্য দরকার? আরেকটা বিডিআর কার্নেজের জন্য দরকার? তার মানে কি এখন যা হচ্ছে সব ঠিক? অ্যাবসোলিউটলি নট’বলেন মোস্তফা সরয়ার ফারুকী।

এখন সবাই নিজেকে সরকার ভাবছে। তা জানিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত সবাই নিজেকেই সরকার ভেবে অনেক উল্টাপাল্টা কাজ করছে। কেউ কেউ অনলাইনঅফলাইনে বিভেদ উস্কে ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে। এই সরকারের ১০০০ বিষয়ে আমার নিজেরই সমালোচনা আছে। কিন্তু আমি বাস্তবতাটাও বুঝি।’

সবশেষ ড. ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘১৬ বছরে সব সিস্টেম দলীয় লুটপাট আর ক্ষমতা টিকায়ে রাখার কাজে যখন ব্যবহৃত হয়, তখন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তাদের আসলে সালাম করা উচিত। আমি প্রফেসর ইউনুসকে সালাম জানাই আমাদের বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। ওয়াকার সাহেব এবং সেনাবাহিনীর সদস্যদের সালাম জানাই জনতার হয়ে এই কাজ করার জন্য। তারা আরামেই থাকতে পারতেন হাসিনার সুবিধা খেয়ে।’

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More