১৫ খাতের ৩০ প্রতিষ্ঠান পেলো ২৩তম ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ন্যাশনাল অ্যাওয়ার্ড।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এসব প্রতিষ্ঠানকে তাদের উপস্থাপিত সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন এবং করপোরেট সুশাসনে–এর জন্য আইসিএবি এ পুরস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সেরা প্রতিবেদন নির্বাচনের প্রক্রিয়া তুলে ধরে বক্তব্য দেন আইসিএবির রিভিউ কমিটি ফর পাবলিশড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টস (আরসিপিএআর) এর চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের জুরি বোর্ড বিজয়ীদের তালিকা চূড়ান্ত করেন। এই প্রতিযোগিতায় মনোনয়নের জন্য ৮৮টি প্রতিষ্ঠান তাদের আর্থিক প্রতিবেদন জমা দেয়।
এসএ/দীপ্ত নিউজ