ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাস সেঞ্চুরি তুলে নেন। জোড়া সেঞ্চুরিতে ৪৭৬ রানে থামে বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। প্রথম ইনিংস থেকে ২১১ রানের লিড নেয় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে চার ব্যাটারের ফিফটিতে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। আইরিশরা ৫০৯ রানের লক্ষ্য পেয়েছে।
এক বছর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরির পর টেস্টের ১৯ ইনিংসে ব্যাট করেছেন মুমিনুল। এই সময়ের মাঝে এ নিয়ে দ্বিতীয়বার ৮৭ রানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সাবেক এই টাইগার অধিনায়ককে। এ ছাড়া মুমিনুল ৮২ রানের ইনিংসসহ ৫টি ফিফটি করেছেন। সেঞ্চুরিখরা কাটানোর অপেক্ষাটা আরও বাড়ল তার। ইনিংস ঘোষণার সময় ৫৩ রানে অপরাজিত ছিলেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে তিনি মাইলফলক ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন।
১ উইকেটে ১৫৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। তখনই তারা ৩৬৭ রানের লিড নিয়ে ফেলে। সাদমান ইসলাম ৬৯ এবং মুমিনুল ১৯ রানে অপরাজিত থেকে আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামেন। দিনের চতুর্থ ওভারেই অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন সাদমান। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে তিনি ১১৯ বলে ৭ চারের সাহায্যে ৭৮ রানে থামলেন। সিলেট টেস্টেও একইভাবে আশা জাগিয়ে আউট হয়েছিলেন ৮২ রানে।