গত ২২ সেপ্টেম্বর বাজারে আসা আইফোন–১৫ অল্প ব্যবহারেই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। যা পুরোনো ব্যবহারকারীদের অভিজ্ঞতার সঙ্গে মিলছে না। এমন অভিযোগ আমলে নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
শনিবার (৩০ সেপ্টেম্বর) অ্যাপল জানিয়েছে, ফোনগুলো গরম হওয়ার পেছনের কারণটি চিহ্নিত করতে পেরেছে তারা। ফোনের অপারেটিং সিস্টেম আইওএস ১৭‘র একটি ত্রুটি এর পেছনে অন্যতম কারণ, যা শিগগির আপডেটের মাধ্যমে ঠিক করা হবে।
অ্যাপলের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছেন, ইনস্টাগ্রাম, উবার এবং গেমস অ্যাসফল্ট নাইনের অ্যাপসের কারণেই স্বাভাবিকের থেকে বেশি গরম হচ্ছে আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স। তবে ইনস্টগ্রাম এরইমধ্যে তাদের অ্যাপে থাকা সমস্যা দূর করেছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।
অ্যাপলের সর্বশেষ মডেলের এই আইফোনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম ফ্রেম। পাশাপাশি গেমস খেলার আমেজ আরও বাড়াতে এতে যুক্ত করা হয়েছে বাড়তি গ্রাফিক্স সক্ষমতাযুক্ত এ ১৭ প্রো চিপ। তবে অনেক বিশেষজ্ঞ বলছেন, এসব বাড়তি ফিচারই অতিরিক্ত গরম করে তুলতে পারে ডিভাইসগুলোকে।
আল / দীপ্ত সংবাদ