আইপিএলে লাখনৌ সুপারজায়ান্টসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল। আইপিএল শেষে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পাবেন তিনি।
শুক্রবার (৩১ মার্চ) আইপিএলের ১৬তম আসর শুরু হতে যাচ্ছে। কোচিং প্যানেলের বাকি সদস্যরা এপ্রিলে হোম সিরিজে থাকলেও মরকেল থাকবেন আইপিএলে।
মরকেল এবং অ্যান্ড্রু পুটিককে যথাক্রমে পাকিস্তান জাতীয় দলের বোলিং ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং মিকি আর্থারকে পরামর্শক হিসেবে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬ টেস্ট, ১১৭ ওয়ানডে এবং ৪৪ টি–টোয়েন্টি খেলেছেন মরকেল। ২০১৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তারকা পেসার ২০২২ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপের সময় নামিবিয়ার কোচিং প্যানেলের অংশ ছিলেন এবং সম্প্রতি এসএ২০ লিগের উদ্বোধনী সংস্করণে ডারবান সুপার জায়ান্টদের বোলিং কোচও ছিলেন।
তাছাড়া, দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপের সময়ও তিনি নিউজিল্যান্ড নারী দলের সাথে যুক্ত ছিলেন।
পাকিস্তান ক্রিকেট দলের কোচিং প্যানেলে থাকবেন মিকি আর্থার (প্রধান পরামর্শক), গ্রান্ট ব্র্যাডবার্ন (সহকারী কোচ), মরনে মরকেল (বোলিং কোচ) এবং অ্যান্ড্রু পুটিক (ব্যাটিং কোচ)। পাকিস্তানের কোচিং প্যানেলে বেশিরভাগ দক্ষিণ আফ্রিকান কোচ।
অনু/দীপ্ত সংবাদ