১০ দলের আইপিএলে সেরা চার বাছতে ৭০ ম্যাচের অপেক্ষা। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের পর চতুর্থ দল হিসেবে একদিন আগেই প্লে–অফ নিশ্চিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
প্রথম কোয়ালিফায়ার : কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, ২১ মে (মঙ্গলবার), নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।
এলিমিনেটর : রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২২ মে (বুধবার), নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।
দ্বিতীয় কোয়ালিফায়ার : প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল, ২৪ মে (শুক্রবার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।
ফাইনাল : প্রথম কোয়ালিফায়ারের জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী, ২৬ মে (রোববার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।
এসএ/দীপ্ত সংবাদ