ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে ১–০ গেলে হেরেছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে শেফিল্ডকে ২–০ গোলে হারিয়েছে লিভারপুল। আর চেলিসকে ২–১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ম্যান ইউ।
সময়টা খু্ব একটা ভালো যাচ্ছেনা লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটির। ১৫ ম্যাচে ৩০ পযেন্ট নিয়ে টেবিলে নিজেদের তৃতীয় অবস্থানটাও হারিয়েছে গার্দিওয়ালার শিষ্যরা। খেলার শুরু থেকেই ম্যান সিটির প্রাচীরে জোরালো আক্রমন শুরু করে অ্যাস্টন ভিলা। তবে সুযোগ পেয়েছে সিটিজেনরাও। কিন্তু বাজপাখি মার্টিনেজকে পার করার সাধ্য হয়নি তাদের।
খেলার ৭৪ মিনিটে তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে দলের হয়ে একমাত্র গোল করেন বেইলি। এ জয়ে পযেন্ট টেবিলে স্কাই ব্লুজদের টপকে তিন নম্বরে অ্যাস্টন ভিলা।
আরেক ম্যাচে চেলসির বাজে সমযটাকে আরো একটু বাড়িয়ে দিয়েছে ম্যান ইউ। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলার শুরুতেই নিজেদের দাপট দেখায় রেড ডেভিলরা। ১৯ মিনিটেই ম্যাকটোমিনের গোলে লিড নেয় তারা। যদিও ৪৫ মিনিটেই সমদায় ফেরে চেলসি।
তবে ৬৯ মিনিটে ফের দলকে এগিয়ে দিয়ে নিজের জোড়া পূরন করেন ম্যাকটোমিনি। এ জয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে উঠে এলো রেড ডেভিলরা।
অন্যদিকে শেফিল্ড ইউনাইটেডকে ২–০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকলো লিভারপুল।
আরও পড়ুন: মিরপুরে প্রথম দিনেই নেই ১৫ উইকেট
আল/ দীপ্ত সংবাদ