১২
অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইলসা’। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ফাইভ ক্যাটাগরির ঝড়টি মধ্যরাতে পোর্ট হেডল্যান্ডের কাছে আঘাত হানে।
কিছু এলাকায় রেড এলার্ট জারি রয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এক দশকের বেশি সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ইলসা একটি।
আবহাওয়া বিশেষজ্ঞ জানিয়েছেন, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইলসা।
এফএম/দীপ্ত সংবাদ