অস্ট্রেলিয়া সফরে থাকা বিসিবির এইচপি দল, পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৫ রানের জয় পেয়েছে।
শেষ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের দরকিয়ার ছিলো ২৯৬ রান। তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৬ রান জমা হয়েছিলো পাকিস্তানের স্কোরকার্ডে।
শেষ দিনে বাংলাদেশের দরকার ছিলো ৬ উইকেট, আর পাকিস্তানের প্রয়োজন ১৬০ রান। মাহমুদুল হাসান জয়ের দারুণ বোলিংয়ে সেই রান আর করতে পারেনি পাকিস্তান। ২১ রানের বিনিময়ে পাঁচ উইকেট শিকার করেন তিনি।
রেজাউর রহমান রাজা তিনটি ও হাসান মুরাদ নেন বাকি দুই উইকেট। এরআগে, ডারউইনে প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে ২৫৮ রান করেছিলো বাংলাদেশ। জবাবে পাকিস্তান শাহিনস গুটিয়ে যায় ১৭৯ রানে।
ফলে প্রথম ইনিংসে ৭৯ রানের লিড পায় বিসিবি এইচপি দল। রিপন মণ্ডল চার, রেজাউর রহমান রাজা তিন, হাসান মুরাদ দুই ও মারুফ মৃধা শিকার করেন এক উইকেট।
আল/ দীপ্ত সংবাদ