চীনের বেইজিংয়ে ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে নিজের ক্যারিয়ারের দ্রুততম গোল করেছেন মেসি।
বৃহস্পতিবার (১৫ জুন) চীনের বেইজিংয়ের ওয়ার্কারস স্টেডিয়ামে ছিল আর্জেন্টাইন দর্শকদের উপচে পড়া ভিড়। ম্যাচের শুরুতেই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির গোলে এগিয়ে যায় স্কালোনির দল। ম্যাচের ২ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে দুরন্ত এক শট নিয়ে বল জালে জড়ান মেসি।
এটি ছিল মেসির ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম গোল ও আন্তর্জাতিক ফুটবলের চতুর্থ দ্রুততম গোল। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে, ১–০ ব্যবধানেই বিরতিতে যায় দু‘দল।
বিরতি থেকে ফিরেই ইনজুরিতে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। তার বদলি হয়ে নামা জার্মান পাজেলা ম্যাচের ৬৮তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন। রড্রিগো ডি পলের ক্রস থেকে পাওয়া বল হেড দিয়ে জালে জড়ান তিনি। এরপর ম্যাচে আর কোন গোল না হওয়ায় ২–০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।
সোমবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
ইমাম/দীপ্ত নিউজ