অস্ট্রেলিয়ার রক্ষণশলী বিরোধী দল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন হারিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার পার্টি জয়ী হয়েছে।
এরই মধ্যে আলবানিজ তার সমর্থকদের উদ্দেশ্যে বিজয় ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেছেন, তার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পরপর দুটি নির্বাচনে জয় নিশ্চিত করেছেন।
লেবার পার্টির সদর দপ্তর সিডনিতে উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার বয়স্কদের দেখাশোনা করার পাশাপাশি তরুণ অস্ট্রেলিয়ানদের বিকাশে বিনিয়োগ করবে। এছাড়া তার ভাষণে তিনি টেকসই অর্থনীতি ও ঐক্যবদ্ধ অস্ট্রেলিয়া প্রতিষ্ঠার কথা তুলে ধরে ।
অন্যদিকে বিরোধীদলীয় নেতা পিটার ডাটন তার সমর্থকদের উদ্দেশে বলেন, এই জয়ের জন্য আলবানিজকে ফোন করে অভিনন্দন জানিছি এবং এমন ফলাফলের জন্য ‘সম্পূর্ণ দায়’ আমি নিচ্ছি।
এই নির্বাচনে ডাটন তার নিজের আসনও হারিয়েছেন। এমনকি তিনিই প্রথম কোনো বিরোধী দলীয় নেতা যিনি নির্বাচনে তার নিজ আসন হারালেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় গত ২২ এপ্রিল ভোটগ্রহণ শুরু হয়। যা প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলার পর শনিবার (৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শেষ হয়।
ইএ