শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীর অসাম্প্রদায়িক বাংলাদেশে রাজনীতির সঙ্গে হাত ধরাধরি করে থাকবে সংস্কৃতি। এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে। শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে বরেণ্য আবৃত্তিকার শিমুল মুস্তাফার একক আবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিন বিশিষ্টজনকে সম্মাননা দেওয়া হয়।
‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়’ শীর্ষক ওই আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। এতে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সবাইকে একসঙ্গে গেঁথে রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে শিমুল মুস্তাফা জনপ্রিয় বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন। এ সময় গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। এ আয়োজনে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিন বিশিষ্টজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরকে ‘আজীবন সম্মাননা পদক’, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী আহ্কাম উল্লাহ্কে ‘শব্দসারথি পদক’ এবং ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চিফ প্যাট্রন ও চেয়ারম্যান সিমা হামিদকে ‘বৈকুণ্ঠ সম্মাননা পদক’ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। সমন্বয়কারী ছিলেন নিপুণ নিয়ামত ও অলি আহমেদ পল্লব। ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন নিবেদিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন শিমুলের পাঠশালা ও বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সদস্যরা।
আবৃত্তি শুরুর আগে শিমুল মুস্তাফা বলেন, একা একা পথ চলা যায় না। সে জন্য এ আয়োজনে অসাম্প্রদায়িক চেতনার বিশিষ্ট সংস্কৃতিজনকে আমন্ত্রণ জানিয়েছি। এখানে আমরা তিনজনকে তাঁদের কর্মের জন্য সম্মাননা জানাতে পেরে আনন্দিত।
ছবি: সংগৃহীত