দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে জেলার নিন্ম আয়ের অসহায় ও দুস্থ মানুষদেরকে। জেলার শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল শিকড় সমাজ কল্যাণ সংস্থা।
সোমবার (৫ ফেব্রুয়ার) জেলার জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে চার দিনব্যাপী দুইশত কম্বল বিতরণ করে।
আরও পড়ুন: কম্বল বিতরণে দল–মত বেছো না: নিজাম হাজারী
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহজাহান সিরাজ, সহ–সম্পাদক হোসাইন আহমেদ, কোষাধক্ষ্য রমজান আলীসহ কর্মকর্তা কর্মচারীরা।
সংস্থাটির নির্বাহী সদস্য সাব্বির সামি মুহিত বলেন, এই শীতে আমার জেলার শিতার্ত অসহায় মানুষগুলো অমানবিক কষ্ট সহ্য করছেন। ওনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা ওনাদের পরিবারের সদস্য হিসেব পাশে দাঁড়াতে চেষ্টা করেছি।
এসএ/দীপ্ত নিউজ