শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রতিশ্রুতির পরও বেড়েছে রমজানকেন্দ্রিক পণ্যের দাম

দীপ্ত নিউজ ডেস্ক
4 minutes read

অনেক প্রতিশ্রুতি আর হুঁশিয়ারির পরও বেড়েছে রমজানকেন্দ্রিক প্রায় সবগুলো পণ্যের দাম। অথচ রমজান মাস শুরু হতে এখনও বাকি দেড় মাসের বেশি সময়।

দেশের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এরইমধ্যে বেড়েছে ছোলা, ডাল, খেজুর ও মসলাসহ বিভিন্ন পণ্যের দাম। আগামী মার্চের মাঝামাঝি শুরু হবে রমজান মাস। কিন্তু এরইমধ্যে রমজানে বেশি ব্যবহৃত প্যণগুলোর দাম বাড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি বেড়েছে খেজুর ও ডালের দাম। পাশাপাশি চিনি নিয়েও রয়েছে অস্থিরতা।

রমজানে সবচেয়ে বেশি চাহিদা বাড়ে ছোলার। গত ডিসেম্বরেও পণ্যটি মানভেদে ৮০৮২ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৮৮ থেকে ৯৬ টাকায়। এছাড়াও দাম বেড়েছে সকল প্রকার ডালের।

ব্যবসায়ীরা বলছেন, চলমান ডলার সংকটের কারণে আমদানি বিল পরিশোধে ব্যয় বেড়েছে। যার প্রভাব পড়ছে দামে।

আসন্ন রমজান উপলক্ষে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর আমদানিতে ঋণপত্র খোলার ক্ষেত্রে সংরক্ষিত নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে আমদানিকারকা বলছেন, নির্দেশনা দিলেও ন্যূনতম মার্জিন কত হবে তা ঠিক করে দেয়া হয়নি। তাই এক্ষেত্রেও বাজারের স্থিতিশীলতা নষ্ট হয়।

দেশে বছরে ডাল জাতীয় পণ্যের চাহিদা ২৫২৬ লাখ টন। এরমধ্যে ১৫১৬ লাখ টন আমদানি করে চাহিদা মেটাতে হয়।

আরও পড়ুন: ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম চড়া !

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More