শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পঞ্চমবারের মতো লাইভস্টক অ্যাওয়ার্ড পেলো কাজী ফার্মস

দীপ্ত নিউজ ডেস্ক
1 minutes read

প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায়, পঞ্চমবারের মতো বাংলাদেশ লাইভস্টক সোসাইটির অ্যাওয়ার্ড পেয়েছে কাজী ফার্মস লিমিটেড। আরো ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।

প্রাণিসম্পদ ও কৃষিখাতের উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে লাইভস্টক অ্যাওয়ার্ড প্রদান করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটি-বিএলএস। পদক প্রদান উপলক্ষে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়। মেলায় ১৬টি স্টল অংশ নেয়।

এবার ৪ ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। মোস্ট ভ্যালুয়েবল পারসন অব দ্য ইয়ার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পায় কাজী ফার্মস লিমিটেড। উদ্যোক্তারা জানান, আগামীতে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে। তবে পোলট্রি ও কৃষিখাতের অগ্রযাত্রা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রপ্তানিখাতেও ভূমিকা রাখবে।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল- মধ্যম আয়ের দেশ গড়তে প্রাণিজ আমিষের অবদান।

 

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More