শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দারাজ অ্যাপেই বিপিএল’২৩ এর ফ্রি লাইভস্ট্রিম

দীপ্ত নিউজ ডেস্ক
2 minutes read

বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের জন্য দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল’২৩) ম্যাচগুলো লাইভস্ট্রিম করবে! দারাজ বিসিবি, সিইএমএস গ্লোবাল এবং ডব্লিউএসটি কনসোর্টিয়ামের সাথে অংশীদারিত্বে বিপিএল টি২০ (নবম সিজন) এর ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং করবে। আগ্রহীরা দারাজের অফিশিয়াল মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনামূল্যে প্রতিটি রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করতে পারবেন।

আজ (০৬ ডিসেম্বর) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, প্রতিষ্ঠানটির সিসিএও এএইচএম হাসিনুল কুদ্দুস (রুশো), সিসিও খন্দকার তাসফিন আলম সহ দারাজের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিসিবি থেকে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী, বিপিএল গভর্নিং কাউন্সিল এর সদস্য সচিব ও বিসিবি’র পরিচালক মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক এবং এর অন্যান্য প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডব্লিউএসটি’র সিইও বিজনেস হেড মাকসুদুর রহমান, সিইএমএস’র চেয়ারম্যান ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম, সিইএমএস’র নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

ক্রেতাদের প্রাধান্য দিয়ে দারাজ বাংলাদেশ ক্রমাগত বিভিন্ন অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। বিসিবি’র সাথে এই অংশীদারিত্ব হলো দারাজের আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি; যা সময়োপযোগী কাজের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠানটির প্রচেষ্টাগুলোর বহিঃপ্রকাশ। অংশীদারিত্বটি সিইএমএস এর অধীনে করা হয়েছে। সিইএমএস হলো এমন একটি প্রতিষ্ঠান যারা মাল্টিন্যাশনাল এক্সিবিশন (বহুজাতিক প্রদর্শনী) ও পেশাদার বিটুবি ট্রেড শো আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। সিইএমএস-গ্লোবাল ও ডব্লিউএসটি কনসোর্টিয়াম বিপিএল এর মিডিয়া স্বত্বাধিকারী; যারা আসন্ন বিপিএল ম্যাচগুলো অনলাইন স্ট্রিমিং এর জন্য দারাজকে যুক্ত করেছে।

চু্ক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সিইএমএস-গ্লোবাল এবং বিপিএল এর মিডিয়া স্বত্বের ওপর আলোকপাত করার সময় ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে দারাজের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিপিএলের প্রতিনিধিরা সকল অংশীজনদের সফল প্রচেষ্টার জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং বিপিএলের আসন্ন নবম আসর নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন।

অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “বাংলাদেশের মানুষ এখন দারাজের মাধ্যমে বিনামূল্যে বিপিএল’র (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ৯ম আসর দেখার সুযোগ পাবেন। দারাজ দেশজুড়ে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে। আমরা ক্রিকেট পাগল জাতি; এখন ক্রিকেট নিয়ে মানুষের ভালোবাসায় দারাজ আরও সামনে এগিয়ে যেতে চায়। এ উদ্যোগের ফলে এখন মানুষ নানা ব্যস্ততার মাঝেও সহজে দারাজের অ্যাপের মাধ্যমে তাদের পছন্দের ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন সবখানেই। আমাদের এ উদ্যোগ গ্রহণের সুযোগ দেয়ার আমি জন্য বিসিবি, ডব্লিউএসটি কনসোর্টিয়াম ও সিইএমএস গ্লোবালকে ধন্যবাদ জানাই।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৩ এর আসরের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করতে দারাজ এগিয়ে আসায় আমি অত্যন্ত আনন্দিত। বর্তমানে, বিপিএল নিঃসন্দেহে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটের আসর। ক্রিকেটের জনপ্রিয়তাকে আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ নেয়ায় এবং বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে অবদান রাখায় আমি দারাজকে ধন্যবাদ জানাই। পাশাপাশি, আসন্ন বিপিএল টি২০ আসরের মিডিয়া রাইটস অর্জন করায় সিইএমএস গ্লোবাল ও ডব্লিউএসটি কনসোর্টিয়ামকেও ধন্যবাদ।”

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More