৮৬
অনলাইন শিক্ষাব্যবস্থাকে কাজে লাগিয়ে এদেশের তরুণ সমাজকে নতুন সব টেকনোলজিতে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম অন্তরায় বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্য নিয়ে ২০১৫ এর নভেম্বরের ২৫ তারিখ হতে যাত্রা শুরু করে পন্ডিত
কর্মময় সুদীর্ঘ ৭ বছর পার করে পন্ডিত তার ৮ম বছর শুরু করতে যাচ্ছে। পন্ডিত এর সাথে জড়িত সকলের সহযোগিতা এবং ভালোবাসা ব্যতীত এত দীর্ঘ সময় সাফল্যের সাথে পার করা সহজ হত না। তাই ৮ম বছরে পদার্পনের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই সকল শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে ২৫ শে নভেম্বর, ২০২২, শুক্রবার পন্ডিত তার নিজস্ব অফিসে আয়োজন করে ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠান।
পন্ডিত-এর ৭ম বছর পূর্তি উপলক্ষ্যে বারকোডটেক অটোমেশন লিমিটেড এর পক্ষ হতে চেয়ারম্যান জনাব শওকত আহমেদ, সিটিও জনাব আমিনুল ইসলাম এবং ডেভ-অপস্ লিড এস এম আবু রায়হান পন্ডিত-এর অপারেশন লিড জনাব ইকরামুল ইসলাম এবং মেন্টর ইয়ামিনি রহমান এর হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দিয়েছেন।
এছাড়াও এসময়ে আরো উপস্থিত ছিলেন পন্ডিত এর সিটিএ জনাব মিঞা জাদিদ রুশদীদ, পন্ডিত এবং বারকোডের কর্মকর্তা, কর্মচারী, পন্ডিত-এর সম্মানিত মেন্টরগণ এবং শুভাকাঙ্খী সহ অনেকেই।