রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মালদ্বীপে বাংলাদেশের সেরা এয়ারলাইন্স এর পুরষ্কার পেলো ইউএস-বাংলা

delowar.hossain
প্রকাশ: সর্বশেষ সম্পাদনা: 1 minutes read

মালদ্বীপের রাজধানী মালেতে ৩ নভেম্বর ২০২২ ভয়েজ এশিয়ান ডট নিউজ রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলা্ইন্সকে অন্যতম সেরা এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সিআইপি জনাব সোহেল রানা। বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলাকে ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা শুরু করে দীর্ঘ দিনের কষ্ট নিরসন করার জন্য, অন-টাইম ডিপারচার সহ বাংলাদেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখায় “ সেরা এয়ারলাইন্স” এরপুরষ্কার প্রদান করেছে সিঙ্গাপুর ভিত্তিক নিউজ পোর্টাল ভয়েজ এশিয়ান ডট নিউজ।

 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম “সেরা এয়ারলাইন্স” এর ক্রেস্ট অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করেন। ৩ নভেম্বর ২০২২ তারিখে মালদ্বীপের রাজধানী মালেতে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভয়েজ এশিয়ানের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জুয়েলসহ মালদ্বীপের প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।২০২১ সালের ১৯ নভেম্বর শুরু হওয়া ঢাকা-মালে ফ্লাইট এর এক বছর পূর্তিতে এ ধরনের একটি স্বীকৃতি ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী সেবায় আরো বেশী প্রতিজ্ঞাবদ্ধ হবে।

 

 

এখানে উল্লেখ্য যে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৬ ও ২০২২ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক বেস্ট ডমেস্টিক এয়ারলাইন, এছাড়া ২০১৬ সালে প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপ্টার এয়ারলাইন অব দ্যা ইয়ার-ভূষিত হয়েছিলো।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More