বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীতে জনজীবনে তেমন প্রভাব পড়তে দেখা যায় নি তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম। যদিও মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল শুরু হওয়ায় অনেকে স্বস্তি নিয়েই কর্মস্থলে যান। এছাড়া সড়কে প্রচুর সংখ্যক ব্যক্তিগত গাড়িও চলাচল করছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের তল্লা এলাকায় সকালে মহানগর যুবদলের নেতাকর্মীরা মিছিল থেকে একটি প্রাইভেটকার ভাংচুর করে। ঢাকা–সিলেট মহাসড়কের আড়াইহাজারের বান্টি বাজার এলাকায় বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া এশিয়ান হাইওয়েতে আগুন জ্বালিয়ে ঝটিকা মিছিল করে তারা।
এর আগে শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাইনবোর্ড এলাকায় একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
কর্মসূচির সমর্থনে গাজীপুরের ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। ভোগড়াবাইপাস এলাকায় একটি কভার্ডভ্যানে আগুন দেয় তারা।
বগুড়া–রংপুর মহাড়কের তেলিপুকুর এলাকায় পুলিশের সাথে অবরোধকারিদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। বিশৃঙ্খলা এড়াতে সড়ক–মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
এসএ/দীপ্ত নিউজ