অন্ধ হাফেজদের দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী রিয়েলিটি শো ‘আলোকিত মানুষ’ সিজন–১। পবিত্র কুরআনের হিফজ প্রতিযোগিতাভিত্তিক এই রিয়েলিটি শো–তে অংশ নিতে পারবেন যেকোনো বয়সের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ।
আগামী বরিবার (৪ মে) থেকে শুরু হচ্ছে বিভাগের ভিত্তিতে অডিশন পর্ব। ঢাকা জোনের অডিশন অনুষ্ঠিত হবে রাজধানীর মদীনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদরাসা (ছোট পাইটি, আমবাগান, স্টাফ কোয়ার্টার) প্রাঙ্গণে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও অডিশন অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
১ম পুরস্কার: ২ লাখ টাকা।
২য় পুরস্কার: ১ লাখ টাকা।
৩য় পুরস্কার: ৫০ হাজার টাকা।
৪র্থ পুরস্কার: ৩০ হাজার টাকা।
৫ম পুরস্কার: ২০ হাজার টাকা।
যেভাবে অংশ নিতে পারবেন:
অংশগ্রহণ করতে আগ্রহীরা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ০১৭২০–২১৪৯৬১ নম্বরে। এছাড়া masumbillahraj84@gmail.com ঠিকানায় ই–মেইল করেও আবেদন করা যাবে।
দীপ্ত টিভি এবং দীপ্ত প্লে মিডিয়া পার্টনার হিসেবে সম্পূর্ণ অনুষ্ঠানটি প্রচার করবে।