আইসিসি নারী বিশ্বকাপের সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে আজ সোমবার (২০ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে ‘বাঁচা–মরার‘ ম্যাচে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনালে খেলার কঠিন সমীকরণ মেলাতে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগ্রেসদের সামনে। ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময়)।
টানা চারটি ম্যাচ হেরে বর্তমানে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে শুধু শ্রীলঙ্কা নয়, তাদের পরবর্তী প্রতিপক্ষ ভারতের বিপক্ষেও জয় নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের সেমিফাইনাল সমীকরণ:
প্রথমত, সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কা এবং পরের ম্যাচে ভারতকে অবশ্যই হারাতে হবে।
দ্বিতীয়ত, বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার পথ আরও সহজ হবে যদি নিউজিল্যান্ড তাদের বাকি ম্যাচগুলোতে জয় পায়। বিশেষ করে, নিউজিল্যান্ড যদি ভারতকে হারিয়ে দেয়, তবে বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ভারতের পয়েন্ট সমান ৬ হতে পারে।
তৃতীয়ত, সমান পয়েন্ট হলেও বাংলাদেশের নেট রান রেট অনেক পিছিয়ে থাকায়, টাইগ্রেসদের অবশ্যই বড় ব্যবধানে ম্যাচ দুটিতে জিততে হবে।
চতুর্থত, ইংল্যান্ডের কাছে ভারতের চার রানে হেরে যাওয়াটা বাংলাদেশের জন্য নতুন আশা তৈরি করেছে। বাংলাদেশ চাইবে ইংল্যান্ডও তাদের বাকি ম্যাচগুলোতে জয় পাক।
অন্যদিকে, সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার সামনেও রয়েছে কঠিন সমীকরণ। তাদেরও বাকি দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে হারাতে হবে। সেই সঙ্গে তাদের প্রার্থনা করতে হবে যেন ভারত তাদের সবক‘টি ম্যাচে হারে।
সবমিলিয়ে, কঠিন হলেও জয়ের ধারা শুরু করতে পারলে বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা টিকে থাকবে।