শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

অনলাইন এডিটরস অ্যালায়েন্স’র সদস্য তালিকা প্রকাশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ: সর্বশেষ সম্পাদনা:

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন অনলাইন এডিটরস অ্যালায়েন্সএর প্রথম সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সংগঠনটির এ সদস্য তালিকা প্রকাশ করা হয়। তাদের সদস্য তালিকা প্রকাশ করেছে। অনলাইন এডিটরস অ্যালায়েন্সএ প্রথম দফায় দেশের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের অনলাইন সম্পাদক/প্রধান ও ডিজিটাল প্রধানরা সদস্যপদ পেয়েছেন।

প্রথম দফায় যারা সদস্য পদ পেয়েছেন তারা হলেন (সদস্য নম্বর অনুযায়ী, জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়)- মো. মঈন উদ্দিন বকুল (দৈনিক আমাদের সময়), এম এ এইচ এম কবির আহম্মেদ (আরটিভি), মানসুরা খাতুন চামেলী (বার্তা২৪.কম), মো. ফরহাদ হোসেন (দৈনিক মানবকণ্ঠ), আনিসুর সুমন (এখন টিভি), আজাদ বেগ (দ্য ডেইলি স্টার), মো. মনিরুজ্জামান (দেশ টেলিভিশন), যুবরাজ ফয়সাল (দৈনিক নয়া দিগন্ত), মিজানুর রহমান সোহেল (দৈনিক ভোরের কাগজ), হোসাইন মো. নাহিয়ান (দৈনিক ভোরের কাগজ), মো. কামরুল ইসলাম (ডিবিসি নিউজ), যাকারিয়া ইবনে ইউসুফ (কালের কণ্ঠ), এস এম আমানূর রহমান (প্রতিদিনের বাংলাদেশ), শরাফত হোসেন (দৈনিক ইত্তেফাক), হাসনাত কাদীর ইসলাম (দৈনিক বাংলাদেশের খবর), লুৎফর রহমান হিমেল (বাংলানিউজ২৪.কম), মো. মাসউদ বিন আব্দুর রাজ্জাক (দীপ্ত টেলিভিশন), মাজহার খন্দকার (চ্যানেল ২৪), মোহাম্মদ আতাউর রহমান (দৈনিক যুগান্তর), পলাশ মাহমুদ (দৈনিক কালবেলা), আনিসুর রহমান বুলবুল (দৈনিক কালের কণ্ঠ), শামছুল হক রাসেল (বাংলাদেশ প্রতিদিন), মো. হাসান শরীফ (দৈনিক যুগান্তর), মো. রিয়াজ উদ্দীন (একুশে টিভি), কে এম জিয়াউল হক (জাগোনিউজ২৪.কম), মাহমুদ সোহেল (জিটিভি), সায়েদুল মাহমুদ (সময় টিভি), মৌসুমী সুলতানা (বাংলানিউজ২৪.কম), সাকিব সিকান্দার (কালের কণ্ঠ), বিপুল হাসান (আরটিভি), সৈয়দ এ রহমান গালিব (দৈনিক ইনকিলাব), শিয়াবুর রহমান শিহাব (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), আতাউর রহমান (ইউএনবি), মীর আত্তাকী মাসরুরুজ্জামান (চ্যানেল আই), মহিউদ্দিন সরকার (ঢাকা পোস্ট), ফখরুদ্দিন জুয়েল (এনটিভি), সাজিদ হক (মানবজমিন), মওদুদ সুজন (ডেইলি সান), এ কে এম মঞ্জুরুল হক (দৈনিক দেশ রুপান্তর) এবং অমিত হাসান রবিন (যুগান্তর)

এই সংগঠন দেশের অনলাইন গণমাধ্যমের বিকাশ, নীতিমালা নির্ধারণ এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More