আবারও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়লেন বাবর আজম। দ্বিতীয় দফায় নেতৃত্ব পাওয়ার ছয় মাসের মধ্যেই তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।
মঙ্গলবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেই নিজেই বিষয়টি জানিয়েছেন স্টাইলিশ এই ব্যাটসম্যান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে বাবর লিখেছেন, ‘আমি পাকিস্তান পুরুষ দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই দলকে নেতৃত্ব দেয়া অনেক সম্মানের বিষয়। তবে এখন আমার সরে দাঁড়ানোর এবং নিজের খেলায় মনোযোগ দেয়ার সময় হয়েছে।‘
২৯ বছর বয়সী এই তারকা আরও লিখেছেন, ‘নেতৃত্ব অবশ্যই ফলদায়ক, তবে এতে উল্লেখযোগ্য্ পরিমাণ বাড়তি কাজ করতে হয়। আমি নিজের ব্যাটিংকে প্রাধান্য দিতে চাই, নিজের ব্যাটিং উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে চাই, যেটা আমাকে আনন্দ এনে দেয়। সরে দাঁড়ানোয় সামনের পথচলায় আমার স্বচ্ছতা আসবে এবং নিজের খেলা ও ব্যক্তিগত উন্নতির চেষ্টায় বেশি প্রাণশক্তি পাব।’
ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরে বাবরকে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও বাবর সেক্ষেত্রে নিজেই পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন। এরপর টেস্টে শান মাসুদ ও টি–টোয়েন্টি ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদিকে ক্যাপ্টেন করে পিসিবি।
তবে অধিনায়কত্ব পাওয়ার পর মাত্র এক সিরিজে দায়িত্ব পালনের সুযোগ পান শাহিন। নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ হারার পর বোর্ডের তৎকালীন কর্তারা শাহিনকে সরিয়ে আবার বাবরকে ফিরিয়ে আনেন সাদা বলের নেতৃত্বে।
প্রথম দফার অধিনায়কত্ব ক্যারিয়ারে বাবর পাকিস্তান ক্রিকেট দলকে উল্লেখযোগ্য সাফল্য এনে দেন। বাবরের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাল্টি ফর্ম্যাট সিরিজ জেতে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজও জেতে তারা। বাবরের নেতৃত্বেই পরপর ২টি টি–টোয়েন্টি বিশ্বকাপের একটিতে সেমিফাইনাল ও একটিতে ফাইনাল খেলে পাকিস্তান।
তবে, দ্বিতীয় দফায় বাবরের ক্যাপ্টেন্সি ক্যারিয়ার মোটেও মনে রাখার মতো নয়। বাবর দ্বিতীয়বার অধিনায়ক হওয়ার পরে পাকিস্তান ১৩টি টি–টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জয় পায়। এমনকি আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মতো দলের কাছেও টি–টোয়েন্টি ম্যাচ হারে পাকিস্তান।
এসএ